The Daily Adin Logo
সারাদেশ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মানুষের অধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র: মঈন খান

মানুষের অধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘গণতন্ত্র হচ্ছে সকল মানুষের অধিকার নিশ্চিত করার একটি সমাজব্যবস্থা, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। শুধু একজন মানুষ কথা বলবে এবং একজন কর্তৃত্ব আরোপ করবে, এটা কখনো গণতন্ত্র হতে পারে না, এটি হবে স্বৈরতন্ত্র।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান আরও বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে, সেই যাত্রা গত এক বছর আগে থেকেই শুরু হয়েছে। এটি আগামী বছরের জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যেখানে মানুষের ভোটের অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা এবং কথা বলার অধিকার নিশ্চিত হয়। বিএনপি কারও ওপর চাপিয়ে রাজনীতি করে না; আমরা দেশের মানুষের কথা শুনে তাদের উপদেশ নিয়ে রাজনীতি করি।’

পথসভায় জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন: পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.