সিরাজগঞ্জের কামারখন্দে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আলিফ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আলিফ হোসেন ওই গ্রামের বাবু আকন্দের ছেলে ও চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে সাঁতার শিখতে নামে আলিফ হোসেন। এরপর পুকুরের পাড় থেকে আলিফকে দেখতে না পেয়ে পরে বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুরে খুঁজতে থাকেন। কিন্তু খুঁজে পাইনি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন বলেন, ‘পুকুরে একজন ডুবে গেছে। এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







