The Daily Adin Logo
সারাদেশ
পিরোজপুর প্রতিনিধি

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

লুটপাটকারীরা স্বাধীনতার শক্তি হতে পারে না: মাসুদ সাঈদী

লুটপাটকারীরা স্বাধীনতার শক্তি হতে পারে না: মাসুদ সাঈদী

বালাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘দেশের সম্পদ লুটপাট করে দেশের বাইরে পাঠানোর কাজ যারা করেছে তারা কখনো এই দেশের স্বাধীনতার শক্তি হতে পারে না। যারা গত ৫০ বছর রাষ্ট্র পরিচালনায় এসেছে, তারা সকলেই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের পিটিআই, সাহাপাড়া ও মধ্যকুমারখালীর পর রায়েরকাঠীর রাজবাড়ীতে গণসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর পাশাপাশি তিনি ঝাটকাঠীর শিকদারবাড়ী ও সি অফিসে গণসংযোগ শেষে অটো শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মাসুদ সাঈদী আরও বলেন, ‘৫ আগস্টের পর আমরা জামায়াত-শিবিরের ভাইয়েরা প্রত্যেক মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত জেগে পাহারা দিয়েছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি, অসাম্প্রদায়িক চিন্তা থেকে সমাজে হানাহানি করি না। সামনে আরেকটি সময় আসছে, যদি আমরা আবারও একই ভুল করি, তাহলে বাংলাদেশ ক্ষতির মুখে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি সত্যিকারের দেশভক্ত হন, তাহলে যারা দেশ গড়ার পথে ন্যায় ও ইনসাফের কথা বলেন, দূর্নীতিমুক্ত জীবন ও সমাজ গঠনের কথা বলেন, তাদের সঙ্গে থাকতে হবে। যারা স্বাধীনতার কথা বলে দুর্নীতি করে, সম্পদ লুণ্ঠন করে এবং হিন্দুসহ অন্যান্য ধর্মের মানুষের ওপর হামলা চালায়, তারা কখনও স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।’

এ সময় আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পৌর আমির মাওলানা ইসহাক আলী খান, ২নং ওয়ার্ডের সহসভাপতি অহিদুজ্জামান শেখ, সহসভাপতি আলোম মোল্লা, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতা গৌতম নারায়ণ রায় চৌধুরী ও গৌড়রায় চৌধুরী।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.