The Daily Adin Logo
সারাদেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল শিশুর

বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুরে কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় তাহিয়া সুলতানা (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে মেসার্স ফ্লোরিডা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহিয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের আইয়ুব মিয়া বাড়ির মো. সোহেলের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু তাহিয়া তার পরিবারের সঙ্গে চন্দ্রগঞ্জ বাজারের রাজ মুকুট কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে আসে। ঘটনার সময় দুষ্টামি করতে গিয়ে সড়কে উঠে যায়।

এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. মিল্টন মন্ডল বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে গেছে। এজন্য চালককে আটক করা যায়নি।

কাভার্ডভ্যান জব্দ রয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জন্য শিশুর পরিবার মামলা করবে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.