The Daily Adin Logo
শিক্ষা
খুলনা ব্যুরো

রবিবার, ১০ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫

মৎস্য বীজ উৎপাদন খামার দখল করে ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা

মৎস্য বীজ উৎপাদন খামার দখল করে ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা

দীর্ঘদিনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে খুলনা গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল করে মৎস্য বীজ খামারের কার্যালয়ে পৌঁছান। সেখানে সমাবেশের পর কর্মকর্তা-কর্মচারীদের ১০ মিনিটের সময় দিয়ে বেরিয়ে যেতে নির্দেশ দেন তারা।

কর্মকর্তারা চলে যাওয়ার পর শিক্ষার্থীরা মূল ভবনে ‘শহীদ মীর মুগ্ধ হল’ লেখা ব্যানার টাঙিয়ে দেন এবং ‘দাবি নয়, অধিকার— মৎস্য ভবন দরকার’সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন। এরপর দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সূত্র জানায়, সীমানার ভেতরে অবস্থিত ১০.৩৫ একর জমির খামারটি আবাসন সংকট নিরসন, গবেষণাগার সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে খুবির শিক্ষার্থী সংখ্যা ৭ হাজারের বেশি হলেও হল রয়েছে মাত্র পাঁচটি, ফলে মাত্র ৩০ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছেন। জীববিজ্ঞানভিত্তিক ডিসিপ্লিনগুলোর মাঠ গবেষণার ক্ষেত্রেও জমির অভাব তীব্র সমস্যা সৃষ্টি করেছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে শিক্ষার্থীরা মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়ে মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষা মন্ত্রণালয় ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জমি হস্তান্তরের অনুরোধ জানায়। চলতি বছরের মার্চে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার দাবিকে যৌক্তিক উল্লেখ করে সমাধানের আশ্বাস দিলেও এখনো বিষয়টি ঝুলে রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.