The Daily Adin Logo
বিনোদন
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

মধ্যরাতে মামুন-লায়লা জানালেন সব মিটমাট...

মধ্যরাতে মামুন-লায়লা জানালেন সব মিটমাট...

দুজনেই জনপ্রিয় টিকটকার। দুজনে সম্পর্ক গড়ে আলোচনায় আসেন। দেশজুড়ে ভাইরাল এই জুটির বিচ্ছেদ গড়ায় আদালত পর্যন্ত। প্রেম ভালোবাসা দ্বন্দ্ব মামলা- সব মিলিয়ে বিতর্কের পর বিতর্ক আর সমালোচনায় বিদ্ধ লায়লা ও মামুন। 

দুজনে সম্পর্ক গড়েও এসেছিলেন আলোচনায়। দেশজুড়ে ভাইরাল এই জুটির বিচ্ছেদ গড়ায় আদালত পর্যন্ত। প্রেম ভালোবাসা দ্বন্দ্ব মামলা- সব মিলিয়ে বিতর্কের পর বিতর্ক আর সমালোচনায় বিদ্ধ দুই নাম লায়লা ও মামুন। দুজনেই জনপ্রিয় টিকটকার। 

সম্পর্ক যখন চরম অবনতিতে তখন মামুনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ধর্ষণ মামলা করেন লায়লা। এরপর আদালতেই মুখোমুখি হন দুজন। সম্প্রতি লায়লার করা মামলায় জামিন পেয়েছেন মামুন। সেদিন আদালতেও নিজের মামলার সুষ্ঠু বিচার দাবি করেন লায়লা। 

তবে কিছুদিন যেতে না যেতেই এবার একসঙ্গে দেখা মিলল দুজনের! হাসিখুশি একে অন্যকে ক্ষমা করার ঘোষণাও দেন দুজন। সবাইকে চমকে দিয়ে আবার একসঙ্গে সামনে এলেন আলোচিত এ জুটি। 
রোববার লাইভে এসে তারা বলেন, ‘আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, আমরা সব ঠিক করে ফেলেছি।’
সেহেরিতে লাইভে এসে প্রিন্স মামুন আর লায়লা জানান, তাদের ঝগড়া এতটাই বাজে পর্যায়ে চলে গিয়েছিল যে আইনি সহায়তা নিতে হয়েছিল।
কিন্তু তারা এখন সব মামালা মোকদ্দমার ঝামেলা শেষ করে আবার দুজন একসাথে থাকতে চান।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.