The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

নিজের বলিউড অভিজ্ঞতা স্মরণে বাঁধনের আবেগঘন পোস্ট

নিজের বলিউড অভিজ্ঞতা স্মরণে বাঁধনের আবেগঘন পোস্ট

নতুন কোনো চলচ্চিত্রের কাজ থাক বা না থাক, সামাজিক যোগাযোগমাধ্যমে কারণে-অকারণে সরব থেকে লাইমলাইটটা নিজের দিকে টানতে বরাবরই ভালোবাসেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে স্মরণ করেছেন বলিউডে প্রথম কাজের অভিজ্ঞতা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শেয়ার করা এক পোস্টে তিনি লেখেন, কান চলচ্চিত্র উৎসবের সেই বিশেষ দিনটি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। 

কানের সেই লাল গালিচায় তার সঙ্গে দেখা হয় প্রখ্যাত ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপের, যিনি বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’ ছবির প্রশংসা করেছিলেন। সেখানেই কাশ্যপের বন্ধু ও স্বনামধন্য প্রযোজক জেরেমি চুয়ার নজরে আসেন বাঁধন। 

অনুরাগ কাশ্যপ ও জেরেমি চুয়ার সঙ্গে আজমেরী হক বাঁধন। ছবি- সংগৃহীত

পরে এই জেরেমির মাধ্যমেই তিনি বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘খুফিয়া’-তে অংশগ্রহণের সুযোগ পান। অনলাইনে অডিশন রেকর্ড করে পাঠানোর পরপরই নির্বাচিত হওয়ার খবর পান বাঁধন। 

তিনি পোস্টে লেখেন, ‘আমার হৃদয় আনন্দ আর উৎকণ্ঠায় একসঙ্গে কেঁপে উঠেছিল। ভরদ্বাজ স্যারের বিনয়, সদাচরণ আমাকে মুগ্ধ করেছে। আর টাবুর সঙ্গে কাজ করা এমন এক অনুভূতি, যা সারা জীবন মনে রাখব।’

নির্মাতা বিশাল ভরদ্বাজ ও অভিনেত্রী টাবুর সঙ্গে বাঁধন। ছবি- সংগৃহীত

‘খুফিয়া’ ছবিতে বাঁধনের সঙ্গে ছিলেন টাবু, আলি ফাজল ও ওয়ামিকা গাব্বি। এই থ্রিলার ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পায় ২০২৩ সালে। বাঁধন জানান, এই অভিজ্ঞতা তাকে শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও সমৃদ্ধ করেছে। 

পোস্টে তিনি আরও বলেন, ‘ভালোবাসা, সম্মান এবং ভালো কাজের জন্য যতটুকু চেষ্টা করেছি, সেই মুহূর্তগুলোই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি।’

বিশাল ভরদ্বাজ ও টাবুর সঙ্গে ‘খুফিয়া’ চলিচ্চত্রের সেটে বাঁধন। ছবি- সংগৃহীত

উল্লেখ্য, ২০১৯ সালে ‘রেহানা মরিয়ম নূর’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পন করেন আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি অভিনয়শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.