The Daily Adin Logo
বিনোদন
বিনোদন প্রতিবেদক

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

‘স্বাধীন খসরু শিল্পী নন, মানসিক বিকারগ্রস্ত’

‘স্বাধীন খসরু শিল্পী নন, মানসিক বিকারগ্রস্ত’

একসময়ের জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। প্রয়াত কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের অনেক নাটক ও সিনেমাতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন এই অভিনেতা।

তবে বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন স্বাধীন। বর্তমানে তিনি আমেরিকায় স্থায়ীভাবে বাস করছেন। স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত স্বাধীন খসরু আবারও আলোচনায় এক নারী উপদেষ্টাকে কটুক্তি করে।

সম্প্রতি এই অভিনেতা তার ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন। তার এই মন্তব্য ও মনোভাবকে নাটকপাড়ার মানুষরাও মেনে নিতে পারছেন না, হয়েছেন বিস্মিত। প্রকাশিত ওই ভিডিওতে নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর কথা বলতে শোনা যায় স্বাধীন খসরুকে।

অনেকেই বলছেন, আওয়ামী লীগের কালচারাল এলিটরা যতই সাংস্কৃতিক সাজার চেষ্টা করুক না কেন, ঠিক টাইমে তাদের আসল চেহারা বের হয়ে আসে।

অভিনয় শিল্পী সংঘের কাছে অনুরোধ জানিয়ে অভিনেতা হিমে হাফিজ ফেসবুক পোস্টে লিখেন, ‘অভিনেতা নামধারী স্বাধীন খসরু, একজন নারীকে (যিনি বর্তমান সরকারের একজন ঊর্ধ্বতন ব্যক্তি) যে কুরুচিপূর্ণ বাক্যবানের মাধ্যমে অসম্মানিত করেছে তা অত্যন্ত গর্হিত ও লজ্জাজনক কাজ। অনতিবিলম্বে এই অশ্লীল অ-অভিনেতা পাঠাটাকে সংগঠন থেকে চিরতরে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণার জোর দাবি জানাচ্ছি, যদি সে সংগঠনের সদস্য হয়।’

অভিনেত্রী এলিনা শাম্মী লিখেন, ‘স্বাধীন নামের একজন পুরুষ শিল্পী (তাকে আর শিল্পী ভাবি না) একজন নারী উপদেষ্টাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্যে নেমেছে। এর মধ্য দিয়ে তার বীভৎস চেহারা আর নোংরা মানসিকতাটা প্রকটভাবে প্রকাশিত হলো। স্বাধীন, আপনি আসলে কোন শিল্পী নন, আপনি একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ। আপনাকে ছি...।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনয়শিল্পী কানাডা থেকে দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘স্বাধীন খসরু আমাকেও অনেক বাজে কথা বলেছেন পটপরিবর্তনের পর। যে শব্দ আমি মুখে আনতে পারব না। তাকে আইনের আওতায় আনা উচিত।’ 

নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ভালোভাবে নিচ্ছেন না কেউ। এ নিয়ে নেট দুনিয়ায় নিন্দার ঝড় বইছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.