The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

বুধবার, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২৭ আগস্ট ২০২৫

স্পাইডারম্যানের সঙ্গে কাজ করছেন জ্যাকি চ্যান

স্পাইডারম্যানের সঙ্গে কাজ করছেন জ্যাকি চ্যান

‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর শুটিং এখন চলছে গ্লাসগোতে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের গতিপথ নির্ধারণ করার ক্ষেত্রে এই ছবিটির দিকেই নজর নির্মাতা, দর্শকসহ পুরা শোবিজ দুনিয়ার। এ কারণেই হয়তো হলিউডের সুপারহিরো স্পাইডারম্যান এবার নতুন মাত্রা পেতে চলেছে। আর তার নেপথ্যে রয়েছেন কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান!

স্টান্ট দৃশ্যগুলোতে ঝাঁপিয়ে পড়া, গাড়ি উড়িয়ে দেওয়া আর অ্যাকশনে ভরপুর মুহূর্তগুলোতে কাজ করছে জ্যাকি চ্যানের টিম। সম্প্রতি নিজে এসে তারা রিহার্সাল করছে, দেখে গেলেন জ্যাকি চ্যান। যদিও পর্দায় তাকে দেখা যাবে না, তবে তার টিমের ছোঁয়া স্পাইডারম্যানের অ্যাকশনে চোখে পড়ার মতো।

টম হল্যান্ড এই ছবিতে নিজের বেশিরভাগ স্টান্ট নিজেই করছেন। তবে কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে তার পাশে রয়েছেন জ্যাকি চ্যানের দক্ষ স্টান্ট ডাবলরা। গ্লাসগো শহরকে নিউ ইয়র্কের মতো সাজিয়ে, এখানে রেকর্ড করা হচ্ছে এক্সট্রিম অ্যাকশন দৃশ্য, যেখানে কখনো স্পাইডারম্যান ঝাঁপ দিয়ে গাড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছে, কখনো ট্যাঙ্কের ওপর দিয়ে দৌড়াচ্ছে আবার কখনো বা ঝাঁপিয়ে পড়ছে আশ্চর্যজনক উচ্চতা থেকে।

শুটিং চলাকালে স্পাইডারম্যান। ছবি- সংগৃহীত

জ্যাকি চ্যান নিজে যদিও ছবিতে অভিনয় করছেন না, সম্প্রতি তিনি লন্ডনের সেটে গিয়ে স্টান্ট টিমের রিহার্সাল দেখেছেন। হংকংভিত্তিক একটি গণমাধ্যমকে তিনি জানান, ‘আমার জ্যাকি চ্যান স্টান্ট টিম স্পাইডারম্যানের অ্যাকশন দৃশ্যে ব্যস্ত ছিল। আমি তাদের রিহার্সাল দেখার জন্য গিয়েছিলাম, পরিচালক খানিকটা অবাক হয়েছিলেন। আমি নিশ্চিত করেছি যে, তারা আমার টিমের অংশ।’

তার স্টান্ট টিমের ছোঁয়া শুধু ছবিকে আরও রোমাঞ্চকর করছে না, দর্শকদের জন্যও তৈরি করছে অ্যাড্রেনালিনে ভরা এক ভিজ্যুয়াল ফেস্ট।

গসিপপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে ভালো খবর—স্পাইডারম্যানের নতুন সিনেমায় অ্যাকশন, ঝুঁকি আর জ্যাকি চ্যানের স্টান্ট টিমের সিক্রেট ম্যাজিক একসাথে মিলছে। এখন শুধু অপেক্ষা, টম হল্যান্ড কি নিজেই কতটা ঝুঁকিপূর্ণ অ্যাকশন সামলাবেন আর জ্যাকি চ্যানের স্টান্ট টিমের টাচ কতটা চোখে পড়বে!

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.