The Daily Adin Logo
বিনোদন
রূপালী প্রতিবেদক

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

নৌকার অপু বিএনপির অনুষ্ঠানে, নিন্দার ঝড়

নৌকার অপু বিএনপির অনুষ্ঠানে, নিন্দার ঝড়

ঢাকাই সিনেমার বহুল সমালোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাজনীতিতে বেশ সরব ছিলেন তিনি। স্বৈরাচার শেখ হাসিনাসহ দলটির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক তৈরি করে ভাগিয়ে নেন সরকারি অনুদানের সিনেমা।

শেখ হাসিনার গুণগান গাওয়া থেকে শুরু করে ‘ডামি’ ভোটের সমর্থন দিয়ে শুধু রাজপথেই সরব থাকেননি অপু, সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য বেশ দৌড়ঝাঁপ করেছিলেন তিনি। কিনেছিলেন মনোনয়ন ফরম। যদিও তার ভাগ্য সহায় হয়নি। তবুও থেমে থাকেননি শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু। আওয়ামী লীগের নির্বাচনে নিজেকে সরব রাখেন চলতি সময়ের ‘বেকার’ এই নায়িকা।

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরছেন হত্যা মামলার আসামি অপু বিশ্বাস। ফ্যাসিবাদের চিহ্নিত কালচারাল দোসর হিসেবে পরিচিত অপু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথি হয়ে এবার সমালোচনার তুঙ্গে। বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে শোবিজের অনেকেই এহেন ঘটনার নিন্দা প্রকাশ করেছেন ফেসবুকে। অপুকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন তারা।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। 

আওয়ামী লীগের হয়ে নির্বাচনী মাঠে তারকা হিসেবে নিয়মিত উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সেই অপুই এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে।

জানা গেছে, খোকসার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে যান অপু বিশ্বাস। সমালোচনা এড়াতে নায়িকাকে আমন্ত্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি!

শেখ হাসিনা সরকারের সমর্থক শিল্পীদের মধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাস অন্যতম বলে শোবিজে প্রচলিত রয়েছে। হাসিনা সরকার পতনের আগে অপু বিশ্বাস মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে সালমান হায়দার পরিচালিতব্য ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। চরিত্রের নাম ছিল হাসু। তবে পট পরিবর্তনের পর এই সিনেমা থেকে সরে যাওয়ার কথা জানান তিনি।

এমনকি নৌকার মনোনয়ন চাওয়া অপু এখন নিজেকে অরাজনৈতিকও দাবি করছেন। তবে বিভিন্ন প্ল্যাটফর্মে নৌকার জন্য ভোট চাওয়া তার বক্তব্যের ছবি ও ভিডিও ভাইরাল।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.