The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

বুধবার, ০৬ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫

সরকারের চিঠি পাওয়ার পর ভোটের তারিখ নির্ধারণ: সিইসি

সরকারের চিঠি পাওয়ার পর ভোটের তারিখ নির্ধারণ: সিইসি

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে সরকারের চিঠি পাওয়ার পরই ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। 

সিইসি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কিছু চ্যালেঞ্জ থাকলেও ইসি প্রস্তুত। প্রধান উপদেষ্টার চিঠি পেলে আলোচনা করে ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী, দ্রুত চিঠি পেয়ে যাব। তবে চিঠি না পেলেও আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। নির্বাচনের মাঠে সমান সুযোগ নিশ্চিত করতে কাজ চলছে। তবে রাজনৈতিক দলগুলো যেন নিয়ম মেনে খেলায় নামে এটাই প্রত্যাশা।’

সিইসি নাসির উদ্দিন জানান, ‘এবারের নির্বাচনে এআই প্রযুক্তির অপব্যবহার রোধ করাও একটি বড় চ্যালেঞ্জ হবে। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়ানো নিয়েও ভাবছে কমিশন। আমরা চাই একটি উৎসবমুখর, নির্বিঘ্ন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক।’

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এ প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাদের বিচার চলমান। বিচার শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবেন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.