The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

দিল্লিতে সংবাদ সম্মেলন ডেকে হোঁচট খেল আ. লীগ

দিল্লিতে সংবাদ সম্মেলন ডেকে হোঁচট খেল আ. লীগ

ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। 

এর আয়োজক ছিল ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (বিএইচআরডব্লিউ)’ নামের একটি অস্তিত্বহীন সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ আলী সিদ্দিকী নামের এক ব্যক্তি নিজেকে যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে পরিচয় দেন।

আয়োজকরা জানান, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ‘গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা’ গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে  বক্তব্য দেওয়ার কথা ছিল। 

তবে সাংবাদিকরা সম্মেলনস্থলে জড়ো হওয়ার পর আলী সিদ্দিকী এক বিবৃতিতে জানান, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল গত কয়েকদিনে দিল্লি সফর করেছেন। তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।

এদিকে, দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল।

বিশেষ করে, আগামী ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করা হয়।

ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.