The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

বুধবার, ৩০ জুলাই ২০২৫

আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫

আমরা এমন জাতি, নিজেদের সন্তান পুড়িয়ে মারি: মির্জা ফখরুল

আমরা এমন জাতি, নিজেদের সন্তান পুড়িয়ে মারি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এমন এক জাতি, যারা নিজেদের সন্তানদের পুড়িয়ে মেরে ফেলি। এ কথা ভাবলে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে। দেশের কিছু কর্মকর্তা-কর্মচারী এমন নিষ্ঠুরতা চালাচ্ছে।’

বুধবার (৩০ জুলাই) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দারুল ইহসান মাদ্রাসার মাঠে ঢাকা জেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘যাদের পুড়িয়ে মারা হয়েছে, তাদের মধ্যে একজন বেঁচে ছিলেন। কিন্তু সেই হত্যাকাণ্ডের পর তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। এক শহিদের পরিবারের অভিযোগ, তার স্বামীকে পুড়িয়ে মারার পর কেউ খোঁজ নেয়নি, কেউ সহযোগিতা করেনি। আমি ঢাকা ডিসিকে ফোন দিয়েছিলাম। সরকার আহত ও শহিদ পরিবারের জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার করেছিল। যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার সব ব্যয়ভারও বহন করা হবে বলে বলা হয়েছিল। কিন্তু আমি এখানে মাত্র দুজনকে পেয়েছি যারা সেই অনুদান পেয়েছেন।’

তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক বিরোধকে স্বাভাবিক উল্লেখ করে বলেন, রাজনৈতিক বিবাদ হবেই, এটা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে কেউ এমন কোনো কাজ করবেন না, যা গণতন্ত্রের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করে।

মির্জা ফখরুল সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, ‘আসুন, দ্রুত আমাদের যেসব সমস্যার সমাধান বাকি আছে, সেগুলো মিটিয়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাই।’

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ভিডিও কনফারেন্সে), ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ কেন্দ্রীয় কমিটি, ঢাকা জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.