The Daily Adin Logo
রাজনীতি
লক্ষ্মীপুর প্রতিনিধি

রবিবার, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ২৪ আগস্ট ২০২৫

‘বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান’

‘বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান’

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে তারেক রহমান বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন। তিনি আরও জানান, দুর্নীতি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা ও রাষ্ট্র পরিচালনায় করণীয় নিয়ে তারেক রহমান প্ল্যান তৈরি করছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি অনুষ্ঠিত হয় হাজিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।

এ্যানি চৌধুরী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারেক রহমান থেমে থাকবেন না। লন্ডনে বসেই তিনি একটি উন্নত রাষ্ট্র গঠনের রূপরেখা তৈরি করছেন। এখন কিছু মামলা সংক্রান্ত জটিলতা থাকলেও খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। আশা করছি, নভেম্বরের মধ্যেই আমরা তাকে কাছাকাছি পাব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে না পারি, তাহলে অনেকে বলবে আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তা করতে পারেনি। এ জন্যই তারেক রহমান ১৮০ দিনের পাশাপাশি ৩৬৫ দিনের পরিকল্পনা নিয়েছেন।’

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন দলের সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.