The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে বাংলাদেশ

এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে বাংলাদেশ

আর মাত্র দুই দিন পরই সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল দুই ভাগে ভাগ হয়ে উড়াল দিয়েছে দুবাইয়ের উদ্দেশে। প্রথম বহরটি রোববার সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছেড়েছে।

এই দলে আছেন অধিনায়ক লিটন দাস। তার সঙ্গে প্রথম বহরে যোগ দিয়েছেন তরুণ ক্রিকেটাররা—জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন।

ক্রিকেটারদের পাশাপাশি এই বহরে আছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

দ্বিতীয় বহরটি সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে। এই দলে আছেন—নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

তাদের সঙ্গে যাচ্ছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, স্পিন কোচ মুশতাক আহমেদ, পেস কোচ শন টেইট, ম্যানেজার নাফিস ইকবাল, ট্রেনার বায়েজিদুল ইসলাম খান ও চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দলের প্রধান কোচ ফিল সিমন্স ক্রিকেটারদের এই দুই বহরের সঙ্গে যাচ্ছেন না। তিনি রাত ১২টা ৩০ মিনিটে আলাদা ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।

দুবাইয়ে রওনা হওয়ার আগে বিমানবন্দরে জাকের আলি অনিক সংবাদমাধ্যমকে দলের লক্ষ্য সম্পর্কে বলেছেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

তিনি আরও বলেন, আমরা ধাপে ধাপে ভালো খেলে একটি ভালো টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.