The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

এমবাপ্পেকে দলে ভেড়াতে চেয়েছিল বুন্দেসলিগার একাধিক ক্লাব 

এমবাপ্পেকে দলে ভেড়াতে চেয়েছিল বুন্দেসলিগার একাধিক ক্লাব 

রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, প্যারিস সাঁ জার্মেইনে (পিএসজি) যোগ দেওয়ার আগেই জার্মান বুন্দেসলিগার একাধিক ক্লাব তাকে দলে ভেড়াতে চেয়েছিল।

জার্মান গণমাধ্যম বিল্ড আম জোনটাগ-এ দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, বায়ার্ন মিউনিখ আমাকে নিতে এসেছিল যখন আমি আরও কিছুটা তরুণ ছিলাম। 

তখন মোনাকো আমাকে ছাড়তে প্রস্তুত ছিল। ডর্টমুন্ডও যোগাযোগ করেছিল। আরবি লাইপজিগও আগ্রহ দেখিয়েছিল। অন্তত এই তিনটি ক্লাব আমার মনে আছে। 

এমবোপ্পে আরও বলেন, হয়তো আরও কেউ ছিল, কিন্তু আমি মনে করতে পারছি না।

তিনি আরও যোগ করেন, এখন সবাই আমাকে চাইছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।

২০১৭ সালে মোনাকো ছেড়ে এমবাপ্পে যোগ দেন পিএসজিতে। প্যারিসের ক্লাবটির হয়ে সাত মৌসুম কাটানোর পর ২০২৪ সালে তিনি যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.