The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

দলে জায়গা পেতে নেইমারকে যে শর্ত দিল আনচেলত্তি 

দলে জায়গা পেতে নেইমারকে যে শর্ত দিল আনচেলত্তি 

প্রায় দুই বছর ধরে জাতীয় দল থেকে দূরে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমার কি আবার ফিরছেন? ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন। 

তিনি জানিয়েছেন, আগামী বিশ্বকাপে নেইমারের জন্য ব্রাজিল দলে জায়গা আছে, তবে তার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে—তাকে শতভাগ ফিট থাকতে হবে।

কার্লো আনচেলত্তি বলেন, আমরা নেইমারের খেলার ধরন কেমন, তা দেখার জন্য অপেক্ষা করব না। তার প্রতিভা সম্পর্কে সবাই জানে। 

তিনি বলেন, আধুনিক ফুটবলে শুধুমাত্র প্রতিভা যথেষ্ট নয়, একজন খেলোয়াড়কে শারীরিকভাবে সেরা অবস্থায় থাকতে হবে। যদি নেইমার সেরা শারীরিক অবস্থায় থাকেন, তবে জাতীয় দলে তার জায়গা পেতে কোনো সমস্যা হবে না।

নেইমার সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচে তিনি গুরুতর হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েন, যা তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রাখে। এরপর থেকে বারবার চেষ্টা করেও তিনি পুরোপুরি ফিট হতে পারেননি।

আনচেলত্তি জানান, তিনি নিজে নেইমারের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, তোমার হাতে যথেষ্ট সময় আছে, সেরা প্রস্তুতি নাও। বিশ্বকাপে এসে দলকে সাহায্য করো যাতে তারা সেরাটা দিতে পারে।

সম্প্রতি সৌদি আরবের আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার মাঝেমধ্যে তার পুরোনো ঝলক দেখালেও, পুরোপুরি ছন্দ ফিরে পাননি। গত মাসে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে সান্তোসের হারের পর তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, যা তার মানসিক অবস্থার কিছুটা প্রতিফলন।

নেইমারকে কোথায় খেলাতে চান কোচ?

আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী, নেইমারকে তিনি মাঝমাঠের আক্রমণভাগে বা স্ট্রাইকার হিসেবে খেলাতে চান। তিনি বলেন, আমি ওর সঙ্গে কথা বলেছি। সবকিছু পরিষ্কার। পরিকল্পনা একই আছে।

সে বাইরে (উইঙ্গার হিসেবে) খেলতে পারবে না। আধুনিক ফুটবলে উইঙ্গারদের শারীরিক শক্তি খুব জরুরি। তবে তার মতে, আক্রমণভাগের মিডফিল্ডার হিসেবে নেইমার কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.