The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

পাক-ভারত ম্যাচের আগে যে বার্তা দিলেন কামরান আকমল

পাক-ভারত ম্যাচের আগে যে বার্তা দিলেন কামরান আকমল

পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকদের মাত্রাতিরিক্ত উন্মাদনা নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন। পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ মানেই টানটান উত্তেজনা।

মাঠের লড়াই ছাপিয়ে সে উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে। বাইশ গজে যখন দুই দলের ক্রিকেটাররা ব্যাট–বলের লড়াইয়ে ব্যস্ত থাকেন, তখন গ্যালারিতে চলে দর্শকদের মাত্রাতিরিক্ত উন্মাদনা।

আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচটি নিয়ে দর্শকদের মাঝে বরাবরই চরম উত্তেজনা বিরাজ করে, যা অনেক সময় সীমা ছাড়িয়ে যায়।

কামরান আকমল বলেন, 'ভক্তদের উদার হৃদয় দেখানো উচিত এবং মাঠে এসে পুরো ম্যাচটি উপভোগ করা উচিত। যেন অতীতের মতো সুন্দর পরিবেশ তৈরি হয়।

তিনি বিশেষভাবে অনুরোধ করেন, 'হোক তারা পাকিস্তান কিংবা ভারতের দর্শক, তাদের অবশ্যই ম্যাচটি সফল করতে হবে, যাতে সামনের দিনগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ অব্যাহত থাকে।'

দর্শকদের পাশাপাশি ক্রিকেটারদেরও সংযত থাকার পরামর্শ দিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচের সৌন্দর্য হলো এর আক্রমণাত্মকতা।

আকমল আরও বলেন, 'উভয় দলের ক্রিকেটারদের প্রতি সম্মান থাকতে হবে। ক্রিকেটারদের মনে রাখতে হবে যে এটা ভদ্রলোকের খেলা। যদি তারা এটা মনে রাখে, তাহলে আমি নিশ্চিত রবিবারের ম্যাচটি অবাধে শেষ হবে।'

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.