The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ে কারা এগিয়ে?

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ে কারা এগিয়ে?

ক্রিকেট মাঠে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার লড়াই মানেই এক অন্যরকম উত্তেজনা। সম্প্রতি দুই দলের মধ্যে তৈরি হওয়া প্রতিদ্বন্দ্বিতা সমর্থকদের মধ্যে আরও উন্মাদনা বাড়িয়েছে। 

বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দলের ম্যাচগুলো বরাবরই রোমাঞ্চকর হয়ে থাকে। আজকের এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেখে নেওয়া যাক, টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে রয়েছে।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ২১ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে। তারা ১৩টি ম্যাচে জয় পেয়েছে, যেখানে বাংলাদেশের জয় ৮টি।

এর আগে গুরুপ পর্বে নিজেদের প্রথম দেখায় শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় টাইগাররা। তবে এর আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সে অনেক উন্নতি হয়েছে, যা এই পরিসংখ্যানকে কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাচ্ছে। 

সবশেষ সিরিজে শ্রীলঙ্কাকে তাদের নিজেদের মাটিতে হারানোটা বাংলাদেশের জন্য এক বড় অনুপ্রেরণা। 

এদিকে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৩৬৮ রান করেছেন। 


অন্যদিকে, শ্রীলঙ্কার হয়ে এই তালিকায় শীর্ষে আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল মেন্ডিস। 

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের দিক থেকে বাংলাদেশের হয়ে সাব্বির রহমান ৮০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন, আর শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিসের সর্বোচ্চ রান ৮৬।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.