The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

কাশ্মীরের হামলা ‘ইসলামী সন্ত্রাস’ : মার্কিন গোয়েন্দাপ্রধান

কাশ্মীরের হামলা ‘ইসলামী সন্ত্রাস’ : মার্কিন গোয়েন্দাপ্রধান

কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে ‘ইসলামপন্থী সন্ত্রাস’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সংহতি ও সমর্থনের বার্তা দিয়েছেন মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড।

শুক্রবার (২৫ এপ্রিল) সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে তিনি হামলাটিকে ‘ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসী আক্রমণ’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, হিন্দুদের ওপর এমন হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে। এই জঘন্য হামলার দায়ীদের বিচারের আওতায় আনতে আমরা মোদি ও ভারতের পাশে আছি। দিল্লির প্রতি রয়েছে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন।’

ইতিমধ্যে নরেন্দ্র মোদিকে ফোন করে শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একইসঙ্গে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে হামলার কয়েক ঘণ্টা পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, কাশ্মীরের ঘটনা হৃদয়বিদারক। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের শক্তিশালী মিত্র।

উল্লেখ্য, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। এ সংগঠনটি পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা হিসেবে পরিচিত। 

এই হামলার নেপথ্যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদদ রয়েছে বলে অভিযোগ করেছে ভারত। যদিও, শুরু থেকেই পাকিস্তান  এ হামলাকে ভারতের সাজানো বলে দাবি করে হামলার নিন্দা জানিয়ে আসছে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.