The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ০৩ মে ২০২৫

আপডেট: শনিবার, ০৩ মে ২০২৫

ইসরায়েলে ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় এটি হুথির চতুর্থ হামলা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। এর ফলে জেরুজালেমে সাইরেন বেজে উঠেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় জেরুজালেমসহ বিভিন্ন শহরে শোনা যায় সতর্কতা সাইরেন। এসময় দেশটির সামরিক বাহিনী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়।

পরবর্তীতে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইল সফলভাবে ভূপাতিত করার দাবি করে আইডিএফ। হামলায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে শেল্টারে যাওয়ার সময় হুড়োহুড়িতে একজন আহত হয়েছে বলে জানা গেছে। 

এর আগে, শুক্রবার ইসরায়েলের উত্তরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি এবং উপকূলীয় শহর হাইফাকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি। ক্ষেপণাস্ত্র লক্ষবস্তুতে আঘাত করেছে কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি ইয়েমেনে হুথিদের নেতৃত্ব এবং অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে, মার্কিন রণতরী ও ইসরায়েলকে লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনি যোদ্ধারা।  


সূত্র: টাইমস অব ইসরায়েল 
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.