The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

মঙ্গলবার, ০৬ মে ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৬ মে ২০২৫

ইয়েমেনের প্রধান বিমানবন্দর খালি করতে বললো ইসরায়েল

ইয়েমেনের প্রধান বিমানবন্দর খালি করতে বললো ইসরায়েল

ইয়েমেনে প্রায় অর্ধশত বোমা হামলার পর প্রধান বিমানবন্দর খালি করার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। হামলা হতে পারে উল্লেখ্য করে সানা বিমানবন্দর ও এর আশপাশ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে এই আহ্বান জানান আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরাই। সঙ্গে একটি মানচিত্র ও স্পষ্ট বার্তা যুক্ত করা হয়।

ওই বার্তায় বলা হয়, ‘সানা আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের সবাইকে জরুরীভাবে সতর্ক করা যাচ্ছে যে, আমরা আপনাদের অবিলম্বে বিমানবন্দর এলাকা খালি করার আহ্বান জানাচ্ছি। এলাকা ত্যাগ না করলে আপনার জীবন বিপন্ন হবে।’

ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার দুদিন পর এই সতর্কতা জারি করা হলো। হামলার জবাবে গতকাল সোমবার হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে শক্তিশালী বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে হামলার নতুন ফুটেজ প্রকাশ করে ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছেন, ‘ইসরায়েলের নাগরিক ও বাসিন্দাদের জন্য হুমকিস্বরূপ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে জোরদারভাবে আক্রমণ চালিয়ে যেতে আইডিএফ দৃঢ়প্রতিজ্ঞ। ইয়েমেনের হোদেইদা বন্দর হুথিদের আয়ের অন্যতম প্রধান উৎস, তাই সেখানে হামলা করা হয়েছে।’

ইয়েমেনের বেসামরিক নাগরিকদের সরাসরি সম্বোধন করে সরে যাওয়ার সতর্কতা জারি অত্যন্ত হঠকারি, যা ইসরায়েল ও হুথিদের মধ্যে উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। আইডিএফের এই ঘোষণা ইয়েমেনে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর অন্যতম পদক্ষেপ হবে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হুথিদের বারবার হুমকি দিয়ে আসছেন।

সূত্র: ওয়াইনেট নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.