The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ১৬ জুন ২০২৫

আপডেট: সোমবার, ১৬ জুন ২০২৫

৫ দিনের সফরে আমেরিকায় পাকিস্তান সেনাপ্রধান 

৫ দিনের সফরে আমেরিকায় পাকিস্তান সেনাপ্রধান 

৫ দিনের সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকায় গিয়েছেন। দ্বিপাক্ষিক আলোচনাই মার্কিন ভ্রমণের মূল উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পাঁচ দিনের সরকারি সফরে আমেরিকায় গেছেন। 

তবে শনিবার (১৬ জুন) আমেরিকায় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি মুনিরকে। রোববারই সে কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল হোয়াইট হাউস।

ইরান-ইসরায়েল সংঘাতের পর পাকিস্তানি সেনাপ্রধানের আমেরিকা সফর ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। কারণ ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েলের সমালোচনা করেছে ইসলামাবাদ যা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ। 

এ ছাড়াও ইরানের দাবি ইসরায়েলের হামলার বিরুদ্ধে পাকিস্তান তাদের পাশে দাঁড়াবে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

এ অবস্থায় আসিম মুনির কেন যুক্তরাষ্ট্রে তা নিয়ে প্রশ্ন উঠছে।

‘ডন’ সংবাদমাধ্যম মতে, রোববার (১৫ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছান পাকিস্তান সেনাপ্রধান। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে অবস্থান করছেন তিনি। এই সফরে নাকি আমেরিকার প্রতিরক্ষা এবং বিদেশ সচিবের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। 

আমেরিকায় পাক দূতাবাস আসিম মুনিরের সফর বিষয়ে কোনো কিছু নিশ্চিত করেনি।

অপর দিকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইর সমর্থকেরা যথারীতি ওয়াশিংটনের পাক দূতাবাসের সামনে বিক্ষোভ করছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.