The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১১ আগস্ট ২০২৫

ইকুয়েডরে নাইটক্লাবে ৮ জনকে গুলি করে হত্যা

ইকুয়েডরে নাইটক্লাবে ৮ জনকে গুলি করে হত্যা

ইকুয়েডরের একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে আটজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে নাইটক্লাবের মালিকও রয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে সান্তা লুসিয়ার একটি নাইটক্লাবে হামলা চালায় বন্দুকধারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতজনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এ হামলার কারণ এখনো পরিষ্কার নয়। সান্তা লুসিয়া ইকুয়েডরের উপকূলীয় প্রদেশ গুয়ায়াসে অবস্থিত, যা বর্তমানে সহিংসতা দমনে জরুরি অবস্থার আওতায় থাকা চারটি প্রদেশের একটি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত নাইটক্লাবের মালিক সান্তা লুসিয়ার মেয়র উবালদো উরকুইজোর ভাই। স্থানীয় সরকারের ফেসবুক পেজে মেয়রের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, ‘আমরা শ্রদ্ধা ও সংহতির সঙ্গে প্রার্থনা করছি, যেন এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার শক্তি ও সান্ত্বনা পায়।’

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া গত বছরের জানুয়ারিতে দলগত অপরাধ দমনে ‘যুদ্ধ’ ঘোষণা এবং সামরিক উপস্থিতি বাড়ানোর পরও সহিংসতা কমেনি। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশটিতে ৪ হাজার ৫১টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে।

সরকারি পরিসংখ্যান আরও জানায়, বিশ্বের মোট উৎপাদিত কোকেনের প্রায় ৭০ শতাংশ ইকুয়েডরের বন্দর দিয়ে পাচার হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.