The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

ইটপাটকেল খেয়ে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ইটপাটকেল খেয়ে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইটপাটকেল ছুড়ে মেরেছে দেশটির উত্তেজিত জনতা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সে আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারের সময় একটি র‍্যালি চলাকালে এমনই বিব্রতকর পরিস্থিতির শিকার হন তিনি।পরবর্তীতে সেখান থেকে দ্রুত পালিয় বাঁচেন মিলেই। দেশটিতে আগামী ৭ সেপ্টেম্বর ও ২৬ অক্টোবর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, নির্বাচনি প্রচারের সময় প্রেসিডেন্ট মিলেই ও তার বোনকে লক্ষ্য করে ইটপাথর এমনকি বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা। যার বেশকয়েকটিতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই। একপর্যায়ে বাধ্য হয়ে গাড়িসহ ক্যাম্পেইন ছাড়তে বাধ্য হন তিনি ও তার দল।

সম্প্রতি ঘুস কেলেঙ্কারিতে নাগরিকদের ব্যাপক তোপের মুখে পড়ে হাভিয়ের মিলেই সরকার। যেখানে স্বয়ং প্রেসিডেন্টের বোনও জড়িত থাকার অভিযোগ ওঠে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.