The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর

পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর

ভারতের পশ্চিমবঙ্গে নেপাল-ধাঁচের গণঅভ্যুত্থানের আহ্বান জানিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। এ ঘটনায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে শাসক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) তার বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অর্জুন সিং রাজ্যে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

সংবাদমাধ্যম নিউজ এরেনা ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য পার্থ ভৌমিকের নির্দেশে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন বিভিন্ন থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পৌরসভার কয়েকজন প্রধানও অভিযোগ করেছেন, অর্জুন সিংয়ের মন্তব্য রাজ্যে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে করা হয়েছে।

এদিকে নিজের বক্তব্যে অটল রয়েছেন অর্জুন সিং। তিনি বলেন, ‘নেপালের তরুণরা যেভাবে দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিল, তা দারুণ উদাহরণ। এখানকার দুর্নীতিগ্রস্ত সরকারকেও এমন গণঅভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দেওয়া উচিত। নেপালের তরুণরা সাহস দেখিয়েছে, বাংলার সন্তানদেরও সেই সাহস দেখানো উচিত।’

বিতর্ক আরও তীব্র হয় যখন তৃণমূলের দেবরা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় একই ধরনের মন্তব্য করেন। তিনি তার পোস্টে নেপালের শীর্ষ নেতৃত্বের পদত্যাগ ও সেনা হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে লেখেন, ‘আবার কবে? আবার কবে? আপনিও কি আমার মতো স্বপ্ন দেখেন? আমাদের দেশের স্বৈরশাসকদের ওপর কবে নেমে আসবে সেই ভাগ্য? দুর্নীতিবাজ নেতাদের মুখোশ উন্মোচিত হবে অহিংস পদ্ধতিতে।’

কবিরের পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে, তার মন্তব্য কি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ করে, নাকি রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকেই লক্ষ্য করে করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘স্বৈরশাসক’ শব্দটি সম্ভবত মোদি সরকারের দিকে ইঙ্গিত করলেও বিরোধীরা এখন এই ইস্যুকে কাজে লাগিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরছে।

দলীয় সূত্র জানিয়েছে, তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কবিরকে সতর্ক করতে পারে, কারণ তার মন্তব্য বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অর্জুন সিংয়ের বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়ের হলেও তার বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.