The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ২১ মার্চ ২০২৫

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা মো. ফয়সাল আহমেদ খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মো. জসীম উদ্দীন নিজে বাদী হয়ে ফয়সাল আহমেদ খোকনকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেছেন। 
মামলায় একাধিকবার চাঁদা দাবি, হামলা, জখম এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে। বর্তমানে মামলার বাদী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

অন্য অভিযুক্তরা মামলায় যেসব নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—যুবদল নেতা মো. হুমায়ুন (৪০) যুবদল নেতা মো. নুরুজ্জামান (৩৯)ছাত্রদল নেতা ইলিয়াস জামান রবিন (৩৮) ছাত্রদল নেতা অরিন (৩০)মো. মোজাম্মেল (৩৭) মো. হাফিজুর (২৫)মোশারফ হোসেন মহসিন (৪৫) পুতুল মিয়া (৫০) মামলার বাদী মো. জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ভয়ে বাদী কিছু টাকা দিলেও পরবর্তী সময়ে আরও টাকা দিতে অস্বীকৃতি জানান।
১১ জানুয়ারি: সন্ধ্যা ৭টার দিকে মোহনগঞ্জের বিরামপুর বাজারে বাদীর ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বাদীর পেটের অংশ কেটে যায়।

১৪ মার্চ: বাদী ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে গ্রামে আসেন। বিকেল ৩টার দিকে পাথারঘাটা বাজারে ফল কেনার সময় প্রধান আসামি ফয়সাল আহমেদ খোকন অতর্কিত হামলা চালান। যুবদল নেতা হুমায়ুন পিস্তল তাক করে রাখেন এবং বল্লম দিয়ে পেটে আঘাত করেন। 

অন্য আসামিরা বাদীর হাত-পা চেপে ধরেন, নুরুজ্জামান লোহার হাতুড়ি দিয়ে বাদীর দুই পায়ে আঘাত করেন।

বাদীর সঙ্গে থাকা ৩ লাখ ৪৫ হাজার টাকা, একটি আইফোন (দেড় লাখ টাকা মূল্যমানের) ও হাতব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

এসময় জসীম মিয়া (৩০) নামে এক প্রতিবেশী বাদীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা বাদীকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান জানিয়েছেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

হামলার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ১৫ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফয়সাল আহমেদ খোকনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে। 
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.