The Daily Adin Logo
সারাদেশ
পটুয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ২১ মার্চ ২০২৫

শহিদ কন্যাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

শহিদ কন্যাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই-আগস্ট গণআন্দোলনে শহিদের কন্যাকে গণধর্ষণের মামলায় মুলহোতা ও পলাতক আসামি সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোর ৫টায় পিরোজপুর জেলার নাজিরপুর থানার মালিখালি ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী ডিবি পুলিশের আভিযানিক দল।

শুক্রবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

তিনি আরও বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায়  জেলার দুমকি থানার পাঙ্গাশিয়া এলাকায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি যাওয়ার পথে পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী ১নং ওয়ার্ডে মৃত জলিল মুন্সির বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে আসামি সিফাত ও সাকিব ভুক্তভোগীর দুই হাত ও মুখ চেপে ধরে একটি বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক দলবদ্ধভাবে ধর্ষণ করে।

বুধবার দুপুরে ভুক্তভোগী থানায় গিয়ে এমন অভিযোগ করলে জেলা পুলিশের একাধিক উর্ধ্বতন কর্মকর্তাগণ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং অভিযুক্ত সাকিব মুন্সি (১৭) কে পাঙ্গাশিয়া এলাকা হতে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

অপর অভিযুক্ত পলাতক থাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গত ১৯ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুমকি থানায় মামলা করেন ভুক্তভোগী নিজেই। মামলা নং-১১।

আসামি মো. সাকিব মুন্সি পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদুয়ানী গ্রামের মৃত মামুন মুন্সির ছেলে। এ বছর এসএসসি পরীক্ষার্থী  এবং মো.  সিফাত মুন্সি একই গ্রামের সোহাগ মুন্সির ছেলে।

স্থানীয় একটি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সিফাতকে আদালতে সোপর্দের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনায় কোনো সহায়তাকারী বা অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না- এ ব্যাপারে তদন্ত চলমান। যেই জড়িত থাকুক তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এসপি।

উল্লেখ্য, ভুক্তভোগীর  বাবা গত জুলাই-আগস্ট-২৪ এর বিপ্লবে গত ১৯-০৭-২০২৪ খ্রিঃ ঢাকার মোহাম্মাদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে গত ২৯-০৭-২০২৪ খ্রিঃ শাহাদাৎ বরণ করেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.