The Daily Adin Logo
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৫ জুন ২০২৫

আপডেট: বুধবার, ২৫ জুন ২০২৫

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে যৌনপল্লিতে বিক্রি, গ্রেপ্তার ১

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে যৌনপল্লিতে বিক্রি, গ্রেপ্তার ১

নোয়াখালীতে এক মাদ্রাসাছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে শুভজিৎ মণ্ডল (১৯)। 

বুধবার (২৫ জুন) দুপুরে র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


 
র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘ভুক্তভোগী তরুণী নোয়াখালীর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় সাতক্ষীরার তরুণ শুভজিতের।’

‘এরপর শুভজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিগ্রামে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরিচয়ের সূত্র ধরে গত ৭ মে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যায়। যাত্রাবাড়ীতে তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে শুভজিৎ ভুক্তভোগী কিশোরীর গয়না ও টাকা কৌশলে হাতিয়ে নেয়।’

তিনি বলেন, ‘একপর্যায়ে আবাসিক হোটেলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেয়। ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়।’

‘পরিবারের সদস্যরা গত ১৫ জুন বিকেলে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ীর জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করেন।’

সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। মামলার অপর আসামি অপহরণ ও পাচারকারী গ্যাং সাব্বিরকে গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.