The Daily Adin Logo
সারাদেশ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সোমবার, ২১ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ২১ জুলাই ২০২৫

বিদেশি পিস্তল ও ক্রিস্টাল মেথসহ শফিক আটক

বিদেশি পিস্তল ও ক্রিস্টাল মেথসহ শফিক আটক

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ (ক্রিস্টাল আইস) ও একটি বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে বিজিবি।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় এ তথ‍্য নিশ্চিত করেন টেকনাফ ব‍্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটক মাদক কারবারি টেকনাফ সদর পুরাতন পল্লান পাড়া এলাকার ইউনুসের ছেলে শফিক। পলাতক মাদক কারবারি টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ার মিলিংগার ছেলে মো. করিম।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ (বিজিবি) অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সংস্থাটির কাছে খবর আসে চোরাকারবারিরা মিয়ানমার থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র এনে টেকনাফ পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে উত্তর জালিয়া পাড়া এলাকার একটি বসতবাড়িতে মজুত করেছে। ওই তথ্য অনুযায়ী রোববার বিকেলে বিজিবির একাধিক বিশেষায়িত দল নিয়ে জালিয়াপাড়া এলাকায় বাড়িটির চারদিক ঘিরে ফেলে।

এ সময় করিমের বসতবাড়িতে প্রবেশ করলে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে ধরতে সক্ষম হয় বিজিবি। তবে আরও দুজন পালিয়ে যায়। পরে আটক করিমের দেওয়া তথ্যমতে তার বসতবাড়ির খাটের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ০ দশমিক ৮১৬ গ্রাম নিষিদ্ধ ঘোষিত ক্রিস্টাল মেথ আইস এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘অভিযান শেষে আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে টেকনাফ মডেল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদক ও অস্ত্রচালানসহ যেকোনো ধরনের অপরাধ রুখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.