The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুরে তালগাছের চারা রোপণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুরে তালগাছের চারা রোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৌর শহরের বিভিন্ন সড়কে ৪৭টি গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, ‘তালগাছ মানুষ ও পাখি উভয়ের জন্য উপকারী। বর্তমানে বজ্রপাতের প্রবণতা বেড়ে যাওয়ায় প্রাণহানির ঝুঁকি রয়েছে। বজ্রপাত নিরোধক দণ্ড অনেক ব্যয়বহুল। আমরা মনে করি, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোপণ করা প্রতিটি তালগাছ এক একটি বজ্র নিরোধক দণ্ডের ভূমিকা পালন করবে।’

গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ জানান, ‘এর আগে আমরা স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সেই ধারাবাহিকতায় এবার ২ হাজার তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ৪৭টি গাছ রোপণ করে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে বাকিগুলো রোপণ করা হবে।’

উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন শাখার সদস্যরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক একে এম আব্দুল্লাহ, ফারুক আহমেদ প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.