The Daily Adin Logo
জাতীয়
টাঙ্গাইল প্রতিনিধি

সোমবার, ২৩ জুন ২০২৫

আপডেট: সোমবার, ২৩ জুন ২০২৫

আগামী নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা 

আগামী নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের জন্য শুধু পুলিশ নয়,  সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। যে সময় তারিখ ঘোষণা সে সময়ের জন্যই।

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কলঙ্ক মোচনের জন্য মানবিক পুলিশ হতে হবে। জনবান্ধব পুলিশ হলে কলঙ্ক ঘুচে যাবে। পুলিশকে জনবান্ধব করতে আমরা চেষ্টা করছি।’

এ সময় তিনি মবের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। এ ছাড়াও আসন্ন বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এর আগে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশে এখন মব নেই। যারা মব সৃষ্টি করছে, তাদের আইনের আওতায় আনব এবং মব সৃষ্টিতে পুলিশ বাহিনীর কোনো ভুল থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে কি ধরনের প্রস্তুতি নিতে হবে, সে বিষয় নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন তো অনেক দূরে, তারা প্রস্তুতি গ্রহণ করছে। তা ছাড়া আগের তুলনায় পুলিশ ভালো কাজ করছে।’ 

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.