The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি?

২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি?

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে ২০২৬ বিশ্বকাপের পর ২০৩০ সালের ঐতিহাসিক আসরেও দেখতে পাওয়ার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্প্রতি ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর দেওয়া তার এক মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। 

মেসি জানিয়েছেন, বয়সের কারণে আরেকটি বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম হলেও তিনি দিনের পর দিন এবং ম্যাচের পর ম্যাচ ধরে ভাবতে চান।

মেসি বলেন, আমি আগেও বলেছি বয়সের কারণে আরেকটি বিশ্বকাপে খেলার সম্ভাবনা সবচেয়ে কম। তবে আমি সবসময় দিন-দিন, ম্যাচ-ম্যাচ করে ভেবেছি।

যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ খেলব, নইলে নিজেকে সরিয়ে নেব। নিজের সঙ্গে সৎ থাকা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই বক্তব্য থেকে স্পষ্ট, ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক পুরোপুরি 'না' বলেননি। তিনি ভবিষ্যতের জন্য দরজা খোলা রেখেছেন, যা নির্ভর করবে তার শারীরিক সুস্থতা ও পারফরম্যান্সের ওপর।

২০৩০ সালের বিশ্বকাপটি ফিফার শতবর্ষ উদযাপনের এক বিশেষ আয়োজন। এটি হবে ছয়টি দেশ ও তিনটি মহাদেশ জুড়ে। মূল আয়োজক হিসেবে রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো।

 

তবে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের স্মৃতিকে সম্মান জানিয়ে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যগুয়েতে। 

বিশেষ করে, ১৯৩০ সালের ফাইনালের ভেন্যু মন্টেভিডিওর এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ।

২০৩০ সালের বিশ্বকাপে মেসির বয়স হবে ৪৩। এত বেশি বয়সে আন্তর্জাতিক ফুটবলে খেলাটা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থাকলেও, ফুটবলের ইতিহাসে এমন নজির নেই তা নয়। 

শারীরিক সক্ষমতা ধরে রাখতে পারলে এবং দলের প্রয়োজন হলে মেসির মতো একজন ফুটবলারের উপস্থিতি যে কোনো দলকে আরও শক্তিশালী করতে পারে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.